আজিম শেখ, বীরভূম, আপনজন: মঙ্গলবার ১৮ দিনের মধ্যে বীরভূমের নলহাটি, সিউড়িতে এসে পৌঁছায় ইনসাফ যাত্রা । এই ইনসাফ যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। জানা যায় মঙ্গলবার বেলা ৪ টার সময় সিউড়িতে কর্মসূচি শেষ করে। আবারো পদযাত্রা শুরু করেন ডি ওয়াই এফ আই এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিনের পদযাত্রায় দাবি ছিল ১০০ দিনের কাজকে ২০০ দিন করতে হবে। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র কে দিতে হবে ,শাসকের নামে শোষণ চলছে লাগাতার এবং বেকারদের চাকরির সহ আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজ্য জুড়ে চলছে এই ইনসাফ যাত্রা। ইনসাফ যাত্রা বীরভূমের সাঁইথিয়া থেকে সিউড়ি আসার মাঝে যুবদের ডেকে ইনসাফ চাইলো খেতে খামারে কাজ করা কর্মীরা।এদিনের পদ যাত্রায় আরো বিভিন্ন দাবি ছিল । এই কর্ম সূচি সফল করতে বিসাঁইথিয়া সিউড়ি সহ বিভিন্ন জায়গায় রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির সঙ্গে পদযাত্রায় পা মেলান কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct