আপনজন ডেস্ক: এবার পকেটমারদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। এবার তারাও মাস শেষে পাবেন বেতন। সেই মতো তাদের সঙ্গে মাস চুক্তিতে আবদ্ধ হচ্ছে একটি গোষ্ঠী। তাও আবার যা-তা বেতনে নয়, মাসে তাদের দেওয়া হয় কর্পোরেট সংস্থার মতো আকর্ষনীয় বেতন। মাসে দেওয়া হচ্ছে ২০ থেকে ৮০ হাজার টাকা বেতন। শুধু মোটা টাকার বেতন নয়, সেই পকেটমাররা পাবেন অন্য সুযোগ-সুবিধাও। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ঝাড়খণ্ড রাজ্যের মালদা পুলিশ। ঝাড়খণ্ডের রাজমহল থানার মহারাজপুর গ্রামে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা। মানিকচক থানায় পোস্টিং থাকার সময় তিনি এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের ওই গ্রামে যান। সেখানে গিয়ে জানতে পারেন বেতন পাওয়া পকেটমারদের কথা। এই মোটা বেতনের পকেটমারদের কথা জানতে পেরে তিনি অবাক হন। সেখানেই জানতে পারেন ঝাড়খণ্ডের ওই পকেটমার গোষ্ঠীর কথা। ২০-৮০ হাজার টাকা বেতনের পকেটমার রয়েছে ওই গ্রামে। নাবালকদের এই পেশায় বেশি চাহিদা। তাদের প্রতি সাধারণ মানুষের মায়া একটু বেশি থাকে। ধরা পড়ে গেলেও তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে। এমনকি জনতা ধরে ফেললেও মারধরও কম দেয়।নামী দামি গাড়ি বাড়ি আছে পকেটমারদের। টার্গেট পূরণ করতে পারলে মিলবে ইনসেনটিভও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct