এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: কৃষকদের উত্তরণের পথ দেখাতে কৃষিকাজের ক্ষেত্রে প্রথাগত পদ্ধতির পরিবর্তন করে বিজ্ঞান নির্ভর আধুনিক পদ্ধতি গ্রহণের পরামর্শ দিতে ‘জাতীয় ভোজ্য তেল মিশন’- এর অধীনে দুইদিনের কৃষক প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো মঙ্গলবার ৷ এ দিন হাবড়া-১ ব্লক সহকৃষি অধিকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হাবড়া-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর কুমার দন্ডপাত, হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি, হাবড়া-১ সহকৃষি অধিকর্তা কুসুমকোমল মজুমদার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বাপি মজুমদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কৃষকদের পাশপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। হাবড়া-১ সহকৃষি অধিকর্তা কুসুমকোমল মজুমদার বলেম, ‘ভোজ্য তেল, বিশেষত হাইব্রিড সরিষা ও উচ্চফলনশীল তিল চাষ বৃদ্ধিতে এবং সংশ্লিষ্ট চাষে কৃষকদের আগ্রহী করে তুলতেই এই কৃষক প্রশিক্ষণ শিবিরে ।’ কৃষকদের উত্তরণের জন্য বিজ্ঞান নির্ভর আধুনিক পদ্ধতি গ্রহণ করে চাষবাস করার পরামর্শ দেন হাবড়া-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর কুমার দন্ডপাত ৷ বর্তমান সময়ে কৃষকদের জন্য নির্ধারিত সরকারি সহায়তার কথা তুলে ধরে সরকারি নির্দেশিকা মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করার আহ্বান জানান, হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি ৷ বিজ্ঞানভিত্তিক চাষবাসের সহায়তার জন্য সরকারি ভাবে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ শিবির এসে সন্তোষ প্রকাশ করে আনখোলা গ্রামের নারী কৃষক সমাপ্তি মন্ডল, ঝনঝনিয়ার আব্দুল জব্বার, আব্দুল কালাম সহ অন্যান্য কৃষকেরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct