আপনজন ডেস্ক: পাওনা টাকা না পাওয়ার অভিযোগ তুলে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মামলা করেছেন দলটির সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। যুক্তরাজ্যের কর্মসংস্থান ট্রাইব্যুনালে গতকাল মেন্দি এ মামলা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার নিক দে মার্কো।ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা মেন্দি ২০১৭ সালে ডিফেন্ডারদের দলবদলে বিশ্ব রেকর্ড গড়ে (৬৪ কোটি ৮০ লাখ ডলার) এএস মোনাকো ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। তবে ২০২১ সালের আগস্টে তাঁর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাঁর বিরুদ্ধে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলা করেন একাধিক নারী। এরপর পুলিশ তাঁকে হেফাজতে নিলে সিটি তাঁকে বরখাস্ত করে। পরবর্তী সময়ে ইংলিশ ক্লাবটি এ–ও জানিয়ে দেয়, চুক্তির মেয়াদ শেষ হলে মেন্দিকে তারা ছেড়ে দেবে।তবে মেন্দির বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না মেলায় এ বছরের শুরুতে সব ধরনের মামলা থেকে তিনি অব্যাহতি পান। আর গত জুলাইয়ে তাঁকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি দেন চেস্টার ক্রাউন কোর্ট। এর এক মাস আগেই তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় সিটির। এরপর তিনি যোগ দেন স্বদেশি ক্লাব লোরিয়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct