আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুরে ১৫ নং ওয়ার্ডে একটি স্কুলের জায়গা জবর দখলের অভিযোগ উঠল ক্লাবের বিরুদ্ধে। এবার খোদ বোলপুরে ক্লাব কর্তৃপক্ষের দাদাগিরি, সরকারি স্কুলের সামনের জায়গা দখলের চেষ্টা, স্কুলের তরফে ওই জায়গা টিনের সেড করতে এলে শ্রমিকদের কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে ওই ক্লাবের বিরুদ্ধে। তাই ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুর বিডিও। বোলপুর ১৫ নং ওয়ার্ড বোলপুর রবীন্দ্রবীথি বাইপাস এলাকায় সরকারি ‘স্কুল রবীন্দ্র শিক্ষানিকেতন’ এর সামনের জায়গা দখল করার চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাব রবীন্দ্রসংঘ সার্বজনীন দুর্গাপূজা সমিতির সদস্যদের বিরুদ্ধে। স্কুলের তরফে তাদের জায়গায় রান্না ঘর করার জন্য ও স্কুলের পড়ুয়াদের বসে খাওয়া দাওয়া করানোর জন্য ওই জায়গায় টিনের সেড নির্মানে উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। সেইমতো শ্রমিক কাজে এলে তাদের কাজ বন্ধ করে দেয় ওই ক্লাবের সদস্যরা এমনটাই অভিযোগ। এরপরেই মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস। স্কুলের প্রধান শিক্ষিকা ঋতুপর্ণা ঘোষ জানান,“ এখানে স্কুলের ১০৪ জন পড়ুয়া রয়েছে। তারা টিফিন টাইমে মিড ডে মিল খায় ক্লাস রুমে বসে, তাই স্কুলের সামনে জায়গায় টিনের সেড করার কথা ভেবেছি আমরা। সেইমতো শ্রমিকরা কাজে এলে তাদেরকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় স্থানীয় ক্লাব রবীন্দ্রসংঘ সার্বজনীন দুর্গাপূজা সমিতির সদস্যরা। তারা দলবল নিয়ে চলে আসছেন। আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি । টিনের সেড নির্মান হলে পড়ুয়াদের খুব সুবিধা হবে। আর ক্লাব কর্তৃপক্ষ এই জায়গায় আমাদের অনুমতি ছাড়ায় বিভিন্ন সময় এখানে বিভিন্ন অনুষ্ঠান করে।”এই বিষয়ে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা প্রথম সাংবাদিকদের সঙ্গে অভদ্রের আচরণ করে পড়ে তারা বলেন,“এই ফাঁকা জায়গায় অনেকে বসেন। যদি টিনের সেড করতে হয় তাহলে সামনের অংশটি ফাঁকা রাখতে হবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct