রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: অসময়ে কান্দির বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই দেখা যাচ্ছে উট। কখনো রাস্তা দিয়ে যাচ্ছে কখনো বা ফাঁকা মাঠে উটের হাট বসেছে। এবার রাজস্থান থেকে অবৈধভাবে উট নিয়ে এসে বিক্রি করার অভিযোগে কান্দিতে ১৪ টি উঠসহ একজন গ্রেপ্তার। জানাগিয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ কান্দি থানার অন্তর্গত মহলন্দী বাজার সন্নিকটে ১৪ টি উট আটক করে আল্লারাখা নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেন কান্দি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজস্থান থেকে অবৈধভাবে উট নিয়ে এসে বিক্রি করা হচ্ছিল কান্দির বিভিন্ন এলাকায় । ১৪ টি উটের বৈধ কাগজপত্র না থাকায় আল্লারাখা নামে ব্যাক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার তাকে ৭ দিনের পুলিশ হেপাজতের আর্জি জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জিজ্ঞাসাবাদের সুবিধার্থে ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে উঠ গুলো সুরক্ষার জন্য আপাতত বহরমপুর খোয়াড়ে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct