আপনজন ডেস্ক: বারাণসী জেলা আদালত ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)-কে জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণে পরিচালিত বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় দিয়েছে। এর আগে ১৭ নভেম্বরের মধ্যে সমীক্ষা রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। এখন এএসআইকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ২৮ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বারাণসীর জেলা জজ ড. এ কে বিশ্বেশা রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর জন্য এএসআইয়ের আবেদনের ভিত্তিতে এই আদেশ জারি করেছিলেন। এএসআই আবেদনে বলেছিল যে তারা অনুশীলনের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে বিশদ সমীক্ষা রিপোর্ট প্রস্তুত করেছে এবং কেবলমাত্র গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার (জিপিআর) ব্যবহার করে পরিচালিত প্রতিবেদনের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে যার জন্য এটি সম্পন্ন করতে আরও ১৫ দিন সময় লাগবে। প্রসঙ্গত, গত ২১ জুলাই চার মহিলা বাদীর আবেদনের ভিত্তিতে এএসআই-এর সমীক্ষার নির্দেশ দেয় জেলা জজ আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct