আপনজন ডেস্ক: নারীদের চেয়ে পুরুষদের গড় আয়ু কম। শুধু বাংলাদেশ, ভারতেই নয়, সারা বিশ্বেই তাই। যেমন ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। দেশটিতে নারীদের গড় আয়ু ৭৯, অথচ পুরুষদের গড় আয়ু ৭৩ বছর।অন্যদিকে ২০২২ সালের একটি সমীক্ষা বলছে, জার্মানিতে পুরুষদের গড় আয়ু ৭৮ বছর। অথচ নারীদের গড় আয়ু ৮২.৮ বছর। করোনা মহামারির পর যা আরো বাড়ছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।সম্প্রতি জামা জার্নাল অব মেডিসিনে এই নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। তাতে মূলত করোনাকেই দায়ী করা হচ্ছে পুরুষদের স্বল্পায়ুর জন্যই। অন্যদিকে রয়েছে আরও বেশ কিছু গুরুতর কারণ।এই কারণগুলোর মধ্যে প্রধান কারণ হিসেবে উঠে আসছে জীবনযাপনের কায়দা। অতিরিক্ত ড্রাগের ব্যবহার, মদ্যপান, ধূমপানই অন্যতম কারণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এছাড়াও করোনার পর আত্মঘাতী হওয়ার প্রবণতাও বেড়েছে। তাকেও অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন বিজ্ঞানীরা।পুরুষদের ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না করানো, ঝুঁকিপূর্ণে কর্মক্ষেত্রে কাজ করাও কম আয়ুর বড় কারণ বলে জানা গেছে ওই গবেষণায়। তবে ইউরোপে পুরুষদের অবস্থা উন্নত হচ্ছে বলে জানান গবেষকরা। সেখানে তুলনায় ভালো পুরুষদের গড় আয়ু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct