সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: কিছুদিন আগে রেজিনগর থানার নাজিরপুর এলাকায় এক ছাত্রকে বেধড়ক মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। রেজিনগরের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারপারসন রবিউল আলম চৌধুরী ও বেলডাঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ বিধায়কের সমর্থকদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়। এরপরেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজি করা হয় এবং মহিলাদের হাতে পুলিশ আক্রান্ত হয় বলেও অভিযোগ।তবে গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, পুলিশ এসে তাদের উপর চড়াও হয় এবং মহিলাদের মারধর করে। সোমবারের এই ঘটনায় বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’ মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করে গ্রামের সাধারণ মানুষের উপর চড়াও হওয়ায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct