মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূল পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে উৎকণ্ঠা চরমে। আজকের দিন কুড়ি তারিখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশের সম্ভাব্য দিন জানানো হয়েছিল। সেই সঙ্গে সভাপতি পদের জন্য পছন্দ সই তিন জনের নামও পাঠানো হয়েছিল। কিন্তু কারা সেই তিন জন। সেই নিয়ে এলাকায় চলছে চরম জল্পনা। এলাকায় দু’জনের নাম স্পষ্ট ভাবে উঠে এলেও তৃতীয় ব্যক্তি কে তার নাম কিন্তু স্পষ্ট হচ্ছে না। এখান থেকেই উৎকণ্ঠা বেড়েছে। যাদের নির্দিষ্ট ভাবে নাম উঠে আসছে তাদেরকে নিয়ে। তারা দীর্ঘ দিন ধরে এলাকার সঙ্গে এবং সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু তাদের কি আদৌ এই সিকে ছিড়বে। তারা কি তৃণমূলের হাল ফিরিয়ে আনতে পারবে। কারণ যেভাবে পঞ্চায়েত ভোটে তৃণমূলের যে পরাজয় হয়েছে ব্লক সভাপতির পদে নিজের নাম রাখতে এদের মধ্যেই কেউ কেউ আবার তদবির করছেন বীরভূম জেলা সভাধিপতির অনুগামী হয়ে। কেউ আবার কোর কমিটির আহবায়ক আছেন তার সঙ্গেও যোগাযোগ করছেন। কেউ আবার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর সঙ্গেও যোগাযোগ করছেন। কিন্তু এদের মধ্যে কেউ বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে যোগাযোগ করলে ব্লক নেতৃত্বর দায়িত্ব পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন উঠছে তৃতীয় ব্যক্তি কে আছেন। সমীক্ষক সংস্থা কিন্তু জানিয়েছেন তিন জনেরই নাম দিয়েছেন। তাহলে কি সমীক্ষক সংস্থা নতুন কাউকে দায়িত্ব দিতে চাইছে। এলাকায় যিনি দায়িত্ব পাবেন তিনি কি অনুব্রত মণ্ডলের অনগামী নাকি নব জোয়ারের দ্বিতীয় অনুগামী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করবেন। তবে দায়িত্বে যেই আসুন না কেন। সবটাই হবে কলকাতা কেন্দ্রিক। কলকাতা থেকেই তাকে নিয়ন্ত্রণ করবে। এবং কলকাতা থেকেই তার কাজের হিসাব চাইবে।জেলাতে যারা আছেন তারা কেবল মাত্র যোগাযোগ রাখবেন। ব্লক তৃণমূল নেতৃত্বর জন্য যাকেই দায়িত্ব দেওয়া হোক তাকে কিন্তু এই এলাকায় ভোটারদের মন জয় করতে হবে। সেই সঙ্গে তাদের সমর্থনও পেতে হবে। একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে ভোটের বাক্সে তৃণমূলকে জয়ী করতে হবে। তাই কেউ কেউ আগ্রহী দায়িত্ব নিতে। কেউ কেউ দায়িত্ব থেকে চাইছেন এড়িয়ে যেতে। কিন্তু নলহাটি দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি কে হবেন সেই নিয়ে প্রশ্ন এখনো পর্যন্ত খোলসা হয়নি। তাই এই নিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় চলছে জটলা। এই নিয়ে চলছে জল্পনা। পার্টি অফিসে কেউ কারো সঙ্গে কথা বলছেন না। তবে কে হবেন সভাপতি তা নিয়ে এই মুহূর্তে অধীর আগ্রহে এলাকার মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct