সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বন সংরক্ষণ আইন সংশোধনী বিল ২০২৩ ও বন সংরক্ষণ রুল’২২ প্রত্যাহার। অরণ্যের অধিকার আইন ২০০৬ সম্পূর্ণরূপে লাগু করা। অরণ্য ধ্বংস করে জলবায়ু- পরিবেশ দূষণের বিরোধীতা সহ আট দফা দাবিতে আজ সোমবার সিউড়ি সাহিত্য পরিষদ হলে জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির আহবানে এই কনভেনশনে জেলার সাতটি ব্লক থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন বক্তা কেন্দ্রীয় সরকার যেভাবে আদিবাসী ও অরণ্যবাসি মানুষদের উচ্ছেদের উদ্দেশ্যে এবং অরণ্য, পাহাড় ও খনিজ সম্পদ শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে তার বিরুদ্ধেই বক্তব্য রাখেন। মূল বক্তা জন অধিকার সুরক্ষা কমিটির রাজ্য সভাপতি পরিমল হাঁসদা বলেন এই আইনের বলে লক্ষ লক্ষ আদিবাসী, চিরাচরিত বনবাসি মানুষ তাদের আজন্ম ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে পথের ভিখারিতে পরিণত হবেন। তাই অবিলম্বে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কালা আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘস্থায়ী লাগাতার আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান। জেলা ব্যাপি এই আন্দোলন তোলার উদ্দেশ্যে জন অধিকার সুরক্ষা কমিটি’ র জেলা কমিটি গঠিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct