ওবাইদুল্লা লস্কর, কলকাতা, আপনজন: ফিলিস্তিনের গাজায় হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও হেলথ কেয়ার প্রোভাইডারদের ওপর ইসরাইলি সেনা বোমা বর্ষণ করছে। শুধু তাই নয়, অভিযোগ উঠছে হত্যালীলা চালানোর। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং রোগী, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি সংহতি জানিয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টার-এর ডাকে সারা ভারত প্রতিবাদ দিবস পালিত হল সোমবার। তারই অংশ হিসাবে কলকাতায় প্রতিবাদ ও সংহতি মিছিল সংগঠিত হয়।প্রায় তিন শতাধিক ডাক্তার-নার্স-প্যারামেডিক্যাল স্টাফ, মেডিক্যাল-ডেন্টাল নার্সিং-প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদের এক সুসজ্জিত মিছিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ থেকে মৌলালী, শিয়ালদহ ফ্লাইওভার, কলেজ স্ট্রিট হয়ে মেডিক্যাল কলেজ কলকাতায় সমাপ্ত হয়।
এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. ভবানীশংকর দাস, সহ-সভাপতি ডা. অশোক সামন্ত, সহ-সভাপতি ডা. তরুণ মন্ডল, সম্পাদক ডা. অংশুমান মিত্র, সার্ভিস ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. দূর্গাপ্রসাদ চক্রবর্তী, নার্সেস ইউনিটির সম্পাদিকা সিস্টার ভাস্বতী মুখার্জি প্রমুখ। এ নিয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডা. বিপ্লব চন্দ্র বলেন, বিগত দুই মাস অধিক সময় ধরে যেভাবে ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা স্ট্রিপে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন হাসপাতালে বোমা বর্ষণ ও মিসাইল আক্রমণ করে শয়ে শয়ে রোগী-ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের হত্যা চালাচ্ছে, তার আমরা চূড়ান্ত নিন্দা জানাচ্ছি। আমরা ইউনাইটেড নেশনস–এর মহাসচিবকে গত ১৬ নভেম্বর চিঠি লিখে যুদ্ধ বিরতির জন্য হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছি। দাবি করছি প্রাণঘাতী সর্বগ্রাসী যুদ্ধ বন্ধ হোক। ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ শান্তি পাক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct