নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: জাতি গঠনে শিক্ষা অপরিহার্য। আর শিক্ষাকে গৈরিকীকরণের যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করে চলেছে তার তীব্র নিন্দা একাধিকবার হতে দেখা গেছে। তাই এ রাজ্যে মাদ্রাসা শিক্ষার কল্যাণে কাজ করে চলবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠন। সোমবার তৃণমূল ভবনে এ কথা বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি একেএম ফারহাদ। তিনি বলেন, বলেন “ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে”। বাংলা প্রবাদ বাক্যের এই বচনকে সঙ্গী করে কিছু কুচক্রী নিজেদের প্রচারের আলোয় রাখার জন্য রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে আধিকারিকদের ব্যবহার করছে যার তীব্র নিন্দা সংগঠনের পক্ষ থেকে। এদিন তৃণমূল ভবনে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের আগমনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব মনিরুল মোল্লা,চম্পক নাগ, নূরুল হক,মনজুর আহমেদ,আবু সুফিয়ান পাইক, সওকাত হোসেন পিয়াদা, তৌহিদ আহমেদ, আব্দুল খালেক খান, জাকির হোসেন, আহমাদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সাইফুল্লাহ, অভিষেক, দীপঙ্কর ঘোষ সহ বিভিন্ন জেলার নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct