অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কথা বিবেচনা করে জেলার ঐতিহ্যবাহী স্থানগুলিকে হেরিটেজ ঘোষণার দাবি পোস্ট কার্ডে। পোস্ট কার্ড নিজেই একটি প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য। পৃথিবীর সব চেয়ে পুরনো যোগাযোগের মাধ্যমকে ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম।সেই পোস্ট কার্ডেই মুখ্যমন্ত্রীর কাছে জেলার ঐতিহ্যমণ্ডিত স্থানের দাবিতে আবেদন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হেড পোস্ট অফিস এর মধ্যমে হেরিটেজ সোসাইটির সদস্য ও শিক্ষার্থী দের পক্ষ থেকে প্রায় ২০০টিরও বেশি পোস্ট কার্ডেরমাধ্যমে এই দাবি পাঠানো হয় মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধির কাছে।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মন্ডল জানান,‘অন্যান্য বছরের মতো এ বছরও আমরা হেরিটেজ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছি। পোস্ট কার্ডের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী, বিভিন্ন জনপ্রতিনিধি, জেলাশাসক কে অবগত করবার চেষ্টা করছি যে দক্ষিণ দিনাজপুর জেলা ইতিহাস এবং ঐতিহ্যের আকরভূমি। অথচ এই জেলার কোন ঐতিহাসিক স্থান ঐতিহ্যের মর্যাদা এখনো পায়নি! আমরা পোস্টকার্ডের মাধ্যমে এই আবেদন সকলের কাছে রাখছি।’অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষে তুহিন শুভ্র মন্ডল জানান, ‘দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন করছে। আজ পোস্ট কার্ডের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী, বিভিন্ন জনপ্রতিনিধি, জেলাশাসক, পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে এই জেলা ইতিহাস এবং ঐতিহ্যের আকর ভূমি। অথচ এখানে এখনো হেরিটেজ মর্যাদা সম্পন্ন স্থান আমরা পাইনি। আমরা দাবি জানাচ্ছি আমাদের জেলায় ঐতিহ্য সম্পূর্ণ স্থান গুলোকে হেরিটেজ ঘোষণা করা হোক।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct