আপনজন ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আগের ৯ ম্যাচ জিতে উড়ছিল পর্তুগাল। গতকাল শেষ ম্যাচও জিতে দুর্দান্তভাবে বাছাই শেষ করল দলটি। বাছাইয়ে টানা দশ ম্যাচ জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা। গতরাতে শেষ ম্যাচে তারা আইসল্যান্ডকে হারিয়েছে ২-০ ব্যবধানে। গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস ও রিকার্দো হোর্তা। এতে ‘জে’ গ্রুপের ১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই শেষ করল রবার্তো মার্তিনেসের দল। যদিও তিন ম্যাচ আগেই জার্মানির টিকিট নিশ্চিত করেছিলেন রোনালদোরা। আগের তিন ম্যাচে গোল পেলেও এদিন গোল করতে পারেননি রোনালদো।ঘরের মাঠে ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে পর্তুগাল। শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। যার সুবাদে ৩৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন ব্রুনো ফার্নান্দেস। আর ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান রিকার্দো হোর্তা। গ্রুপের অন্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। ২২ পয়েন্ট নিয়ে তাঁরা আছে গ্রুপের দুইয়ে। ‘জি’ গ্রুপ থেকে মূল পর্বের টিকিট পেয়েছে সার্বিয়া। গতরাতে তারা বুলগেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। এতে গ্রুপের দুইয়ে থেকে জার্মানির বিমানে চড়বে সার্বিয়ানরা। এই গ্রুপের সেরা হয়ে মূল পর্বে হাঙ্গেরি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct