আসিফ রনি, নবগ্রাম, আপনজন: ১০০ দিনের কাজের মজুরি ও আবাস যোজনার টাকা আদায়ের লক্ষ্যে নবগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো তৃণমূলের।জানা যায়,নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে ১০০ দিনের কাজের মজুরি ও আবাস যোজনার প্রাপ্য টাকা আটকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল । সোমবার বৈকালে এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এদিন সংসদ খলিলুর রহমান বামেদের ইনসাফ যাত্রা কে কটাক্ষ করে বলেন আমরাই তাদের কাছে ইনসাফ চাইব কারণ বাম আমলে ইলেকট্রিসিটি ভালো ছিল না । এখন তারা কিসের ইনসাফ চাইছে?নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ১০০ কাজের মজুরী ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ বলেন - মানুষ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছে দিনের দিন। ইনসাফ যাত্রা কে কটাক্ষ করে তিনি বলেন আড়াইশো লোক হয়নি অথচ আমরা ২৪ ঘন্টার ডাকে চোখে পড়ার মতো মানুষ উপস্থিত করেছি।উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লা । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য অজিফা বেগম,রাজু রহমান, রুপলাল মন্ডল সহজেলা,ব্লক ও স্থানীয় নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct