আপনজন ডেস্ক: নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তার কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তার এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়। গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।সম্রাট সবসময় তার এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো এ ব্যাটাইল। তার অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct