আপনজন ডেস্ক: সুদানের আবেই এলাকার দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষীসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। স্থানীয় সময় রোববার আবেইয়ের তথ্যমন্ত্রী বলিস কুচ এই তথ্য নিশ্চেত করেছেন। এ ঘটনায় ইউএনআইএসএফএ (আবেইয়ের জন্য জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী)-এর শান্তিরক্ষীদের একজনও নিহত হয়েছেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct