রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: সিপিআইমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নতুন কর্মসূচী ‘ইনসাফ যাত্রা’। রাজ্যের শাসকদল তৃণমূলের চুরি, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে, নিজেদের অধিকার আদায়ের দাবিতে শুরু করে ১৮ দিনে পা দিল এই ইনসাফ যাত্রা।সোমবার বিকেলে কুলিতে সভা থেকে তৃণমুলকে তোপ দেগে বলেন “এই বড়ঞার বিধায়ক চাকরী চুরী থেকে একাধিক দুর্নীতিতে আজ জেলে তাহলে সাধারণ মানুষ বিধায়ক থেকে যে সুযোগ সুবিধা পাই তার কী হবে” প্রশ্ন তুলেন মীনাক্ষী মুখার্জী। প্রসঙ্গত পুরসভায় নিয়োগ থেকে শুরু করে স্কুলে নিয়োগে দুর্নীতির তদন্তেও তৎপর ইডি-সিবিআই। এই আবহে, শূন্যপদে নিয়োগ, শিক্ষা, দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন। ৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হয়েছে ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। যা শেষ হবে ২০২৪-এর ৭ জানুয়ারি। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে ডিওয়াইএফআই। ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন বাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলি হেঁটে মুর্শিদাবাদ বড়ঞায় গিয়েছে এই পদযাত্রা।সোমাবার উপস্থিত ছিলেন রাজ্যের ডি ওয়াই এফ আই এর সম্পাদীকা মীনাক্ষী মুখার্জি, রাজ্যের সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, প্রাক্তন যুব নেতা রাম চন্দ্র ডোম , মুর্শিদাবাদ জেলার যুবর সম্পাদক সন্দীপন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইনসাফ যাত্রায় থেকে সভায় সাধারণ মানুষ থেকে ছাত্র- যুব এবং মহিলাদের ব্যাপক ভিড় দেখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct