সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত। আশা ছিল অপরাজিত থেকেই বিশ্ব জয় করবে রোহিত বাহিনী। এই আশায় খাওয়া দাওয়ার এলাহী আয়োজন করেছিল ভাঙড়ের ক্রিকেট প্রেমীরা। অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ে আশা ভঙ্গ হল ভাঙড়বাসীর। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কাশিপুরের মসজিদতলায় কয়েক হাজার মানুষের জন্য খেলা উপভোগ করার বন্দবস্ত করা হয়েছিল। স্থানীয় শানপুকুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মিরাজুল ইসলাম ও স্থানীয় সাদ্দাম হোসেন, সাবির সেকচি, সরিফুল ইসলাম, সাজ্জাত আহমেদ, আমিনুল হাসান, আবুল কালাম, শাহজাহান মোল্লা রা এদিন কয়েক হাজার মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেন। বিরিয়ানি, মিষ্টি, কফি, পানীয় জল সবই ছিল আয়োজনে। উত্তোক্তারা জানান এদিন ৮ হাড়ি বিরিয়ানী, ৮০ কেজি মিস্টি ও ২ হাজার কাপ কফির ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছিল পর্যাপ্ত জলের ব্যবস্থা। এতো আয়োজন সব যেন বৃথা হল ভারতের পরাজয়ের মধ্য দিয়ে। অনেকে না খেয়েই বাড়ির পথে হাঁটেন একরাশ হতাশা নিয়ে। কাশিপুর বাজারে নিজের দোকানে বসে খেলা দেখছিলেন ইন্তিয়াজ মোল্লা; ভারতের পরাজয়ের উপক্রম দেখে জল ছলছল চোখে দোকানের ঝাঁপি নামিয়ে বাড়িতে চলে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct