এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ‘অ্যাথলেটিক কোচস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর উদ্যোগে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিকস প্রতিযোগিতা - ২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ৭ই ডিসেম্বর । ১লা অক্টোবর বৃষ্টির কারণে স্থগিত থাকা ওই প্রতিযোগিতার পুনরায় তারিখ ঘোষণা করেছে ‘এসিএবি’র সচিব স্বপন রাহা ৷ কলকাতা ক্যানেল ক্লাবে ‘এসিএবি’র এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ৭ই ডিসেম্বর পুনরায় তারিখ নির্ধারণ করা হয়েছে ৷ আন্তঃ কোচিং ক্যাম্প অ্যাথলেটিকস প্রতিযোগিতার আহ্বায়ক ও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সরদার বলেন, ‘এসিএবি’র উদ্যোগে অশোকনগর কল্যাণগড় সুহৃদ সংঘের মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রথম সারির শতাধিক অ্যাথলেটরা অংশগ্রহণ করবেন, লংজাম্প, সর্ট পার্ট, দৌড় সহ মোট চারটি ইভেন্ট রাখা হয়েছে । আহ্বায়ক স্বপন দত্ত এই প্রতিযোগিতায় অ্যাথলেটিকস শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান । কল্যাণগড় সুহৃদ সংঘের অ্যাথলেটিক কোচিং সেন্টারের প্রশিক্ষক বাসুদেব ঘোষের মতে, এই ধরনের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে।’বছরের বিভিন্ন সময় ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হলেও চোখে পড়ে না অ্যাথলেটিকস প্রতিযোগিতা । যদিও জাতীয় আন্তর্জাতিক অথবা রাজ্য স্তরে কৃতিত্ব অর্জনকারী অ্যাথলেটদের সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ ভাবে অগ্রাধিকার দেওয়া হয় । তাই ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিকসের প্রতি আগ্রহ বাড়াতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সরকার স্বীকৃত ‘অ্যাথলেটিক কোচস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct