সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: জলঙ্গির টিকরবাড়িয়া নিউ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল সোমবার। এদিন বিকেলে টিকরবাড়িয়া কাজী নজরুল ইসলাম হাই স্কুলের মাঠে ওই ফুটবল প্রতিযোগিতা ঘিরে ফুটবল প্রেমী দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন সাগর পাড়া সাইনিং স্টার ক্লাব ও ডোমকল বেঙ্গল অ্যাকাডেমি। উক্ত খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাকিলা বেগম,উপ প্রধান, ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি, জলঙ্গি থানার এস আই কার্তিক কুমার, সাংস্কৃতিক সম্পাদক সাইনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সেন্টু ইসলাম।ক্লাবের সকল সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগনেরা।আব্দুল আলীম বাপি বলেন খেলা ধুলার মাধ্যমে যুব সমাজ কে গড়ে তুলতে হবে তার জন্য সব রকম সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান।একি ভাবে ক্লাবের সভাপতি কামাল হোসেন প্রতি বছরের ন্যায় এবছরও আট দলীয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এদিন ২৫ তম খেলা দেখতে ভিড় করেছে এলাকার খেলা প্রেমীরা।সাংস্কৃতিক সম্পাদক সাইনুল ইসলাম বলেন আমাদের ক্লাবের খেলা দেখতে গোটা মহকুমার খেলা প্রেমীরা ভিড় করেন খেলা দেখতে। এদিন জয়ী টিমের হাতে ট্রফি সহ নগদ দশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় ও রানার্স টিমকে ট্রফি সহ নগদ সাত হাজার টাকা তুলে দেওয়া হয়।ট্রাইবেকারে ডোমকল বেঙ্গল অ্যাকাডেমিকে এক গোলে হারিয়ে জয়লাভ করেছে সাগরপাড়া সাইনিং স্টার ক্লাব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct