সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: মোবাইল উদ্ধার করতে গিয়ে চরম উত্তেজনা। পুলিশের গায়ে হাত জনতার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা সকলেই মালদার বাসিন্দা। তাঁরা ময়নাগুড়িতে ভাড়া থাকতেন বলে খবর পাওয়া গিয়েছে।জানা গিয়েছে, এদিন জনৈক ব্যক্তি শহরের একটি মোবাইল মেরামতির দোকানে পুরোনো মোবাইল বিক্রি করতে যায়। সংশ্লিষ্ট ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ ময়নাগুড়ি থানায় খবর দেন। ময়নাগুড়ি থানার পুলিশ ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের যে বাড়িতে ভাড়া থাকে সেখানে মোবাইল উদ্ধার করতে যায়। তখন সেখানকার মানুষ চড়াও হয় পুলিশের উপর। জখম হয়েছেন পুলিশের ময়নাগুড়ি থানার এসআই সুব্রত ঘোষ। পুলিশের একটি মোটরবাইকের চাবি ছিনিয়ে নেয় জনতা। এরপর ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে স্থলে গিয়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি থেকে কয়েক বস্তা পুরোনো মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর সেখানকার বাসিন্দাদের আক্রমনের মুখে পড়তে হয়। ধৃতরা যে বাড়িতে ভাড়া থাকত সেখানকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ না করেই বাড়ির ভেতরে এসে আক্রমণ শুরু করে। পরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় ময়নাগুড়ি শহরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct