আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করেছে। কিন্তু সেই কাউন্সেলিং আবার অনিশ্চিতের মুখে। উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের যে কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন তার বিরুদ্ধে ‘অস্বচ্ছতার’ অভিযোগ তুলে ৩৫জনপ্রার্থী অবিলম্বে কাউন্সেলিয় বন্ধের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ, উচ্চ প্রাথমিকে ২০১৬ সালের একটি মেধাতালিকায় যে ন হাজার জনের নাম ছিল তাদের মধ্যে ছিলেন এই ৩৫জন প্রার্থী। কিন্তু এ বছরের আগস্ট মাসে যে প্যানেল প্রকাশিত হয় তাতে তাদের নাম নেই। রাজ্যে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে অভিযোগ। সেখানে প্রথম মেধা তালিকায় যাঁরা ছিলেন তাদের নাম বাদ দিয়ে অনেকের অ্যাকাডেমিক নম্বর টেটের নম্বর ও প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের নামও সেই নতুন তালিকায় দেওয়া হয় বলে ও তারা অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct