আপনজন ডেস্ক: জ্ঞানবাপি মসজিদ-কাশী বিশ্বনাথ মসজিদের জমির মালিকানা নিয়ে বিরোধের শুনানি ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ সময়ের অভাবে এই মামলার শুনানি করতে পারেনি। বেঞ্চ পক্ষগুলিকে এরই মধ্যে এক পৃষ্ঠার নোট দাখিল করতে বলেছে।বারাণসীর জ্ঞানবাপি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে তিনটি পৃথক আবেদন দায়ের করেছে।প্রথম পিটিশনে জ্ঞানবাপি-গৌরী শ্রিংগার কমপ্লেক্সের জরিপের জন্য কমিশনার নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানানো হযেছে। মসজিদ কমিটির পক্ষে প্রবীণ আইনজীবী হুজেফা আহমাদি বলেন, সিপিসি’র (সিভিল প্রসিডিউর কোড) ২৬ বিধির ৯ নং আদেশ অনুযায়ী কমিশনার নিয়োগ ‘সঠিক’ নয়। দ্বিতীয় বিশেষ লিভ পিটিশনে এলাহাবাদ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে, যাতে এএসআই ‘ওজুখানা’ ব্যতীত জ্ঞানবাপি মসজিদের প্রাঙ্গণ জরিপ করার অনুমতি দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct