আপনজন ডেস্ক: আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দুদিন ব্যাপী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট(বিজিবিএস)। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারও আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে হবে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের এই সপ্তম সম্মেলনে বিশ্বের ২৫টিরও বেশি দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর্পোরেট ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এতে আমেরিকা, ব্রিটেন, জাপান, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া, বাংলাদেশ ও ফিজি অংশ নেবে বলে সূত্র জানিয়েছে। একই সঙ্গে একই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি এ বছরের বিজিবিএস-এ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এমনকী দুবাইয়ের লুলু গোষ্ঠীর শিল্প কর্তারাও হাজির হতে পারেন। এছাড়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া এবং সজ্জন জিন্দালের মতো অন্যান্য শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। রাজ্য সরকারের সূত্রে জানা গিয়েছে, হিরানান্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানি ও আদানি গ্রুপের প্রতিনিধিও থাকবেন। তবে, গত বছরের সম্মেলনে এক দশক ধরে রাজ্যে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবার বিজিবিএস মঞ্চে তার উপস্থিতি পুনরাবৃত্তি করবেন কিনা সে সম্পর্কে কোনও স্পষ্টতা পাওয়া যায়নি।
রাজ্যে তৃণমূল সরকার কর্তৃক চালু করা এই শীর্ষ সম্মেলনে বিশ্বজুড়ে কর্পোরেট নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে একত্রিত করার পাশাপাশি কৌশলগত এবং ব্যবসায়িক জোট তৈরির পাশাপাশি রাজ্যের শিল্প ইকোসিস্টেম এবং ব্যবসা-বান্ধব উদ্যোগগুলি সম্পর্কে শেখার লক্ষ্য রয়েছে।দুই দিনব্যাপী বিজিবিএস ২০২৩-এ ফোকাস ক্ষেত্র হল এমএসএমই এবং টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, রাসায়নিক সহ উৎপাদন এবং শিল্প; শক্তি, পরিবহন, এবং শহুরে অবকাঠামো এবং রিয়েল এস্টেট সহ অবকাঠামো; কৃষি ও সংশ্লিষ্ট; স্বাস্থ্য; শিক্ষা; পর্যটন; আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস; আইটি এবং আইটিইএস; সৃজনশীল অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি।বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বরিষ্ঠ প্রতিনিধিসহ ২৫০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এতে অংশ নেবেন বলে সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে।বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, সম্মেলনের ফাঁকে বিশ্ব সম্প্রদায় ও পশ্চিমবঙ্গের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগতুলে ধরে বেশ কয়েকটি বিটুবি ও বিটুজি বৈঠকের আয়োজন করা হবে।এদিকে ব্রিটিশ ডেপুটি হাইকমিশন সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটেন বিজিবিএস-এ ‘সর্বকালের সর্ববৃহৎ’ প্রতিনিধি দল আনতে যাচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের ৫৫ সদস্যের একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস কলকাতা সফর করবেন এবং তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়ায় নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি ট্রেড কমিশনার আনা শটবোল্ট।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র গত আগস্টে বলেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি নীতিগত পদক্ষেপ ঘোষণা করবে। তিনি বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বেশ কিছু নীতিপ্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে জানান ৫৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এবারের সম্মেলনে ব্রিটেনের সবচেয়ে বড় উপস্থিতি থাকবে।তিনি আরও বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যুক্তরাজ্যের সর্ববৃহৎ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আশা করি, এই সামিট ব্রিটিশ ব্যবসায়ীদের এখানে সম্প্রসারণে সহায়তা করবে এবং বাংলার কোম্পানিগুলো ব্রিটেনে তাদের পদচিহ্ন বাড়াতে পারবে।প্রসঙ্গত, রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ৩,৪২,৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের জন্য মোট ১৩৭টি সমঝোতা স্মারক, লেটার অফ ইনটেন্ট (এলওআই) এবং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হয়েছে। এগুলির মোট কর্মসংস্থানের সম্ভাবনা ৪০ লক্ষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct