নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: অসুখে বিসুখে অসুস্থতায় সৃষ্টিকর্তার পরেই মানুষ যাদের শরণাপন্ন হন সেই মহান পেশার মানুষ হলো চিকিৎসক।রবিবার ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা পরিসেবা দেওয়ার মধ্য দিয়ে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ব্রীজ চৌরঙ্গী মোড়ে জামসেদ আলির মার্কেটে এক হোমিওপ্যাথি চেম্বারের সুভ উদ্ভোধন করলেন চেম্বারের কর্ণধার সামিম আক্তার।হোমিওপ্যাথি চিকিৎসক ডা:সানোয়ার সেখ ফিতা কেটে এই চেম্বারের সুভ উদ্ভোধন করেন। চিকিৎসক সানোয়ার সেখ জানান,তিনি দীর্ঘ বছর ধরে চাঁচলে রোগী দেখছেন।হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষের আবদারে ভবানীপুর ব্রীজ চৌরঙ্গী মোড়ে এক নতুন চেম্বার খোলা হল।সপ্তাহের প্রতি সোমবার,মঙ্গলবার ও শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রোগী দেখবেন।এখানে জ্বর,সর্দি,কাশি, সুগার,ফ্যাটি লিভার,হার্ট,কিডনী,প্যারালাইসিস স্টোক,গোল্ড ব্লাডারে পাথর,কিডনিতে পাথর,ব্রেস্ট ক্যান্সার,জরায়ুতে ক্যানসার ও মেয়েদের নরমাল ডেলিভারি হওয়ার চিকিৎসা সহ প্রায় শতাধিক রোগের চিকিৎসা করে থাকেন।তাঁর কাছে চিকিৎসা গ্রহন করা এক রোগীর সাথে কথা বলে জানা গেলো,তিনি সময় ধরে রোগের বর্ননা শোনেন এবং রোগীর সাথে সুন্দর আচরণ করেন।সর্বদা হাসোজ্জ্বল এ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে ইতোমধ্যে ব্যপক জনপ্রিয় হয়ে ওঠেছেন।অতিরিক্ত কোন ওষুধ দেন না,ডাক্তারের কাছে নির্ভয়ে সব বলা যায়।একান্ত প্রয়োজন ছাড়া কোন টেস্ট দেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct