আজিম শেখ, বীরভূম, আপনজন: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্ম দিবস পালিত হল বীরভূমের সাইথিয়ায়, রামপুরহাট, মল্লারপুর, গদাধরপুর বাজার সহ একাধিক জায়গায়। এদিন সাঁইথিয়া শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের সামনে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বীরভূম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস সদস্য রথীন সেন মদন চন্দ্র ঢুলি হিরো চৌধুরী সুনীল মূর্মু জীবন মুর্মু প্রমুখ কংগ্রেস নেত্রী কর্মীবৃন্দ। এধরে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে সকাল ৯.৩০ টায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন এবং ইন্দিরা গান্ধির জীবনী সম্মন্ধে বক্তব্য রাখলেন জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা মহাশয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, কবীর হোসেন সেখ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বজরুল হক, প্রবীণ কংগ্রেস নেতা জহরলাল সেখ, যুব কংগ্রেসের উত্তম দত্ত, প্রমুখ নেতৃত্ব এবং সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct