সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: ছট পূজাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ধূপগুড়িতে। শহরের মাঝখানে কুমলাই নদীর ছট ঘাটে ঘটে ঘটনাটি।পূজার স্থান নিয়ে নদীর ঘাটে কিছু মানুষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাস্থল ধূপগুড়ি থানার পুলিশ।জানা গেছে, এই সময় ঘাটে আসেন পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। তিনি এবং তার অনুগামীরা বিবাদমান এক পক্ষের সমর্থনে কথা বলেন আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ভাইস চেয়ারম্যান তৃনমুলের জেলা সম্পাদক রাজেশ সিং নিজেই আঙ্গুল তুলে হুমকি দেন এবং মারধর করেন। পুরুষ মহিলারা সবাই ভাইস চেয়ারম্যান কে ঘিরে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ এসে থামানোর চেষ্টা করলে তাদেরকেও হেনস্থা করা হয়। পুলিশ ভাইস চেয়ারম্যানকে বের করে আনতে সক্ষম হলেও উত্তেজনা ছড়াতেই থাকে। এই দৃশ্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হলে আরও অনেক মানুষ ঘাটে আসেন। পুলিশ নিরাপত্তা বাড়িয়ে দেয় ঘাটে।পূজা দিতে আসা মানুষের অভিযোগ, ঘাটের জায়গা আগে থেকেই কিছু যুবক দখল করে রেখে চরা দামে জিনিসপত্র বিক্রি করা শুরু করে। এতে সাধারণ মানুষ বিপদে পরেন।মহিলারাও অভিযোগ করে বলেন এভাবে আমাদের পক্ষে পূজার রীতি পালন করতে অসুবিধা হয়। পৌরসভার পক্ষ থেকে ঘাট নিয়ন্ত্রণ না করার ফলে এবং আগে থেকে পুলিশের নজরদারি না করার ফলে এই ঘটনা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct