সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে রাজ্যের বিভিন্ন গণসংগঠনগুলোর দায়িত্বশীলদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। একাদেমি অব ফাইন আর্টস-এর সভাঘরে অনুষ্ঠিত হয় এদিনের আলোচনা সভা। শনিবার দুপুর ২ টায় শুরু হয় আলোচনা সভাটি। এদিন বক্তব্য দিতে গিয়ে মনসা সেন বলেন,”চাই সুদ মুক্ত অর্থনীতি, মদ মুক্ত দেশ, জুয়া মুক্ত জনজীবন, ঘুষ মুক্ত পরিবেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সারা রাজ্যে ওয়েলফেয়ার পার্টি ২ মাস ধরে বিক্ষোভ অভিযান পরিচালনা করছে।” ডাক্তার রইসুদ্দিন সমাপ্ত ভাষণে বলেন, “দারিদ্র্য, বেকারত্ব জর্জরিত বৃহত্তর সমাজকে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনতে আজ সমাজের চিন্তাশীল ও সমাজদরদি ব্যক্তিবর্গকেই এগিয়ে আসতে হবে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে।এদিনের সভায় সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার পার্টির সর্ব ভারতীয় সভাপতি ডাক্তার রইসুদ্দিন। আলোচনা সভাটি পরিচালনা করেন পার্টির রাজ্য সহ সভাপতি মির্জা নুরুল হাসান। সভার শুরুতে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন।এদিন উপস্থিত ছিলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস, সারোয়ার হাসান, মোক্তার হোসেন মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct