এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: বনগাঁ পৌরসভার উদ্যোগে ফ্রি ‘কার্ডিয়াক ক্যাম্প’ অনুষ্ঠিত হল নীলদর্পণ প্রেক্ষাগৃহে। মেডিকা সুপারস্পেশালিটি হসপিটালের সহযোগিতায় অনুষ্ঠিত ওই ক্যাম্প থেকে দুই শতাধিক বনগাঁবাসীকে পরিষেবা প্রদান করা হয় ৷ রবিবার কার্ডিয়াক ক্যাম্পে উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিয়াক সার্জেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুণাল সরকার সহ তাঁর সহকর্মীরা ৷ জানা গিয়েছে বুকে ব্যাথা, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, হাঁটাচলা করতে শ্বাসকষ্ট, অনিয়মিত হার্টবিট, হার্ট ভালভের সমস্যা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হার্ট বাইপাস সার্জারি ইত্যাদি সমস্যায় আক্রান্ত রোগীদের পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা দিতে উপস্থিত ছিলেন ডাঃ কুণাল সরকার ৷ তিনি এ দিন স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে হৃদযন্ত্র ভালো রাখতে, রক্তচাপ কমাতে বিভিন্ন পরামর্শ দেন ৷ পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড-এর পরিষেবা নিয়েও সাধারণ মানুষকে অবগত করেন
পৌর নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে বনগাঁ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বনগাঁবাসী ৷ সিনিয়র কার্ডিয়াক সার্জেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুণাল সরকারকে হাতের নাগালে পেয়ে চিকিৎসা পরিষেবা নিতে ভিড় জমান বনগাঁর মানুষজন ৷ এ বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘পৌরসভা পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ভাবনা যদি না থাকে তবে তা পরিষেবার ক্ষেত্রে অঙ্গহানির মতো ৷ পৌর নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে বনগাঁ পৌরসভা সর্বদা বনগাঁবাসীর পাশে আছি ৷’ প্রসঙ্গত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার একাধিক উদ্যোগ ইতিমধ্যেই জেলায় নজির সৃষ্টি করেছে ৷ পৌরসভার পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা রোগী দেখার পাশাপাশি ইউএসজি, সিটি স্ক্যানের মতো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পান বনগাঁর মানুষজন, ন্যূনতম ব্যয় এই পরিষেবা পান বনগাঁবাসী ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct