সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রবিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্ম দিবস দেশের বিভিন্ন স্থানে যথাযথ ভাবে পালিত হয়।অনুরূপ বীরভূম জেলা আই এন টি ইউ সি র পক্ষ থেকেও দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করেন। এই উপলক্ষে সিউড়ির মসজিদ মোড়ে ইন্দ্রিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন সংগঠনের জেলা সভাপতি তথা প্রদেশ আই এন টি ইউ সির সহ সভাপতি মৃনাল কান্তি বসু।এছাড়াও ছিলেন জেলা কার্যকরী সভাপতি পুলক রায়, সিউড়ি শহর কংগ্রেসের সহ সভাপতি জুয়েল সেখ,জামাল আহমেদ,প্রসেনজিৎ সেন,নিত্য হরি চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী রেখা রায়,তৎসহ অন্যান্য নেত্রীবৃন্দ। এদিন উক্ত স্থানে পথসভায় ইন্দিরা গান্ধীর দেশের জন্য ভাবনা,তাঁর রাজনৈতিক কার্যকাল,জীবন আদর্শ,দেশের জন্য তাঁর জীবন বলিদান সহ বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে।উল্লেখ্য ইন্দিরা গান্ধী একমাত্র দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct