আপনজ ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়েছে তুরস্ক। শনিবার রাতে বার্লিনে স্বাগতিক জার্মানদের ৩-২ গোলে হারায় তুর্কীরা। তুরস্কের জয়সূচক গোলটি আসে পেনাল্টি থেকে। যেটিকে অন্যায্য দাবি করছেন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান। ঘরের মাঠে ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। গোলটি করেন কাই হাভার্টজ। ৩৮তম মিনিটে ম্যাচে সমতা টানেন তুরস্কের ফের্দি কাদিওগলু। ৪৫+২তম মিনিটে লিডও নিয়ে নেয় দলটি। বিরতির পর ৪৯তম মিনিটে নিকলাম ফুলক্রুগের গোলে সমতা ফেরায় জার্মানি। আর ৭১তম মিনিটে সফল স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন তুরস্কের ইউসুফ সারি। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে পেছন দিক দিয়ে হাভার্টজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান বলেন, ‘কাইয়ের (হাভার্টজ) মুভমেন্ট স্বাভাবিক ছিল।এটা পেনাল্টি হতে পারে না। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম (জার্মান) বুন্দেসলিগার চেয়েও কঠিন।’ গত সেপ্টেম্বর হ্যান্সি ফ্লিক জার্মানির প্রধান কোচের চাকরি হারায়। তার স্থলাভিষিক্ত হন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ইউলিয়ান নাগেলসম্যান। জার্মান জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেলেন ৩৬ বছর বয়সী এই কোচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct