আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট মৃত্যু এক কৃষকের। চাষের জমিতে এক চাষীর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।শুধু চাষী নয় বিদ্যুতের ছেঁড়া তারে মৃত্যু হয় একটি প্রাণীর।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনাটি এদিন শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া পালপাড়ার নরসিংহ নগর গ্রামের।জানা যায় মৃত চাষীর নাম বিশ্বনাথ বিশ্বাস,বয়স আনুমানিক ৬৯ বছর,বাড়ি ঘোড়ালিয়া গঙ্গা রাস্তা এলাকায়। মৃতের ছোট ভাই অজয় বিশ্বাস বলেন,গরু জন্য ঘাস কাটতে মাঠে এসছি বাড়ি খবর যায় বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়ছে। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই চাষের জমিতে ঘাস কাটতে যায় বিশ্বনাথ বিশ্বাস। এরপর অজান্তেই মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিয়ে ফেলে,ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য কৃষকরা এরপর খবর দেয় শান্তিপুর থানার পুলিশকে।পুলিশ গিয়ে দেখে ওই ব্যক্তির হাতে তার জড়িয়ে রয়েছে, যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চাষীর। তবে পাশেই মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে মৃত অবস্থায় পড়ে থাকে একটি বেজি। স্থানীয় বাসিন্দা অক্ষয় কুমার বলেন,সকালে হয়তো কোন কারণবশত তার ছিড়ে মাটিতে পড়ে যায়, আর না খেয়াল করার জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছায় ওই পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন। তবে চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাষীর মৃত্যুর ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরে কৃষকের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct