সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: দুপুরের পর থেকে বাড়িতে বসে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ক্রিকেট ম্যাচ দেখছিলেন বেলডাঙ্গা থানার বড়ুয়া এলাকার বাসিন্দা সুকুমার বন্দ্যোপাধ্যায় (৬৯)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আউট হয়, তারপর বেশ কয়েকটা ভারতের উইকেট পড়তে থাকে। শেষ ভরসা ছিল বিরাট কোহলি, কিন্তু অর্ধশত রান করার পর সেও আউট হয়ে যায়। অস্থির হয়ে ঘর থেকে ছাদে যান ওই বৃদ্ধ। তারপর থেকেই বুকে ব্যথা শুরু হয় ওই বৃদ্ধের, অজ্ঞান হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি বাড়ির লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। তার স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকদিন ধরে শুধু ফাইনাল ম্যাচের কথা বলছিলেন। ভারতের উইকেট পড়তে থাকায় ভীষণভাবে ঘামতে শুরু করেন আমার স্বামী। বিরাট কোহলি আউট হওয়ার পর ছাদে গিয়ে হঠাৎই অজ্ঞান হয়ে যান, সেখান থেকে হাসপাতালে নিয়ে যেতে মারা যান তিনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct