মনজুর আলম, জয়নগর, আপনজন: নতুন জনসংযোগ কেন্দ্রের দ্বারউদঘাটন করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার হরিনারায়নপুর চৌরাস্তা এলাকায় নতুন জনসংযোগ কেন্দ্রের ফিতে কেটে দ্বার উদঘাটন করেন তিনি। দীর্ঘ কয়েক বছর জয়নগর শহরের জনসংযোগ কেন্দ্রটি ছিল এখন থেকে চৌরাস্তার মোড়ে এই জনসংযোগকেন্দ্রে সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার বিকালে থাকবেন, শুনবেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct