নিজস্ব প্রতিবেদক, সামশেরগঞ্জ, আপনজন: নিফের সামশেরগঞ্জে বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো তৃনমূল কংগ্রেস। শনিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সামশেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা ইয়াসমিন এবং সহিদুল ইসলাম। পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগ দেন সিপিআইএম, কংগ্রেস ও নির্দলের প্রতীকের প্রতিদ্বন্দ্বি দশ জন প্রার্থী নেতা সহ বেশ কিছু কর্মী সমর্থক। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান সে সময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে ফের একবার বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয় এলাকার রাজননৈতিক মহলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct