সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: সম্প্রীতির নবান্ন পালিত হলো রাজনগরের মীর সাহেবের মাজারে। উনার নাম হজরত মীর নুরুদ্দিন হুসেইনী (রহঃ) যাহা মীর সাহেব বাবার মাজার হিসেবে এলাকায় প্রচলিত আছে। জানা যায়,কয়েকশো বছর আগে সুদূর আরব থেকে এক সুফিসাধক এসে উপস্থিত হন রাজনগরে। সে সময় স্থানীয় বিনোদ দত্ত নামে তাঁর এক ভক্ত উনাকে জমি দান করেন। সেখানেই তিনি আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। পরবর্তীতে সেই স্থানেই তাঁকে সমাধিস্থ করা হয়। প্রতি বছর পয়লা অগ্রহায়ণ তাঁর এই মাজারে হিন্দু-মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে ফুল সিন্নি চাদর চড়িয়ে নবান্ন উৎসব পালন করেন। নবান্ন ঘিরে তিন দিনের মেলারও আয়োজন করা হয়। উত্তম দত্ত , উজ্জ্বল দত্ত, তপন দত্তদের সাথে মফিজ আলী, শওকত আলী, মৌলানা জাফর আলিরা একসাথে পালন করেন সম্প্রীতির নবান্ন।শনিবার ফিতা কেটে নবান্ন উৎসবের শুভসূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপিতি কাজল শেখ। সেইসাথে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সহ বহু বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। এদিন কাজল সেখ মাজারে চাদর চড়িয়ে জেলাবাসীর মঙ্গল কামনায় দোয়া করেন। সেইসাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এরপর মঞ্চে বক্তব্যের মাধ্যমে এলাকার মানুষকে উন্নয়নের সাথে থাকার জন্য আবেদন করেন। যেকোনো উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct