নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: টোটোর সাথে বাইকের সংঘর্ষে জখম টোটো চালকের যাত্রী। বাইকের চালকও। শনিবার বিকেল তিনটা নাগাদ মোথাবাড়ি থানার কাছে রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতই পুলিশ ছুটে আসেন ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী মোথাবাড়ি হাসপাতালে পাঠানো হয় । টোটো রিজারভ যাত্রী নিয়ে ছারকাবস্তি থেকে গঙ্গাপ্রসাদ যাচ্ছিল। সকলে একই পরিবারের । কচিকাঁচা শিশুদের নিয়ে নানির বাড়ি যাচ্ছিল পরিবারটি। কিন্তু পথে দুর্ঘটনার কবলে সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও চিকিৎসা চলে। আহতরা হলেন শায়েদ আনোয়ার বয়স ২৭, সে টোটো চালক। এছাড়াও টোটোর যাত্রীরা হলেন হাসিনা খাতুন (৩৩ ) জাবেদ আলী (৪ ) ফাতেমা খাতুন (৩) বছর মোহাম্মদ জুবায়ের আলী( ১৪ ) । আহত বাইক চালক হলেন মোঃ গোলাম (২৫)। পায়ে মাথায় ব্যান্ডেজ করতে হয়। এবং দুজনের পায়ের আঘাত জন্য দুজনকে মালদা রেফার করা হতে পারে বলে জানিয়েছেন মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মোঃ নাওয়াজ।জানিয়েছেন, বাইক, টোটো , দুর্ঘটনায় আহতদের চিকিৎসা হয়েছে।টোটো, সাইকেল, বাইক দুর্ঘটনা নিয়ে অনেকেই আসছে। সড়ক পথে দেখে যানবাহন থেকে বিভিন্ন গাড়ি চালনার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। রোগীর চেয়ে যেন দুর্ঘটনায় মেখে আসছেন চিকিৎসা করাতে। মোথাবাড়ি পুলিশ প্রশাসন ট্রাফিক রুলস মেনে চলা ও দুর্ঘটনা রুখতে একাধিক সচেতনতা কার্যক্রম করছেন তা সত্ত্বেও এক শ্রেণীর বাইক বাইক টোটো সাইকেল দুর্ঘটনায় কবলে পড়ছেন। মোথাবাড়ি- কালিয়াচক একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কে একাধিক বাম্পার থেকে শুরু করে পুলিশের নজরদারি রয়েছেন । মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ট্রাফিক রুলস মেনে চলার উপর গুরুত্ব দিয়েছি। দুর্ঘটনা রুখতে মানুষকেও সচেতনতা হতে হবে। সড়কে চলাচলে গতি শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হবে ও রাস্তা দেখে পার হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct