রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: বহরপুরের যদুপুর থেকে জীবন্তি বাজার পর্যন্ত প্রায় ১০ কিমি রাস্তা নতুন ভাবে সংস্কার করার জন্য জীবন্তি রাস্তা পরিদর্শন করলেন সাংসদ অধীর চৌধুরী। জানা গিয়েছে কান্দির জীবন্তি থেকে বাসুদেব খালি এবং বহরমপুরের যদুপুর থেক বহুরুলের প্রায় ১০ কিমি রাস্তার বেহাল দশা, নতুন করে রাস্তা সংস্কারের জন্য প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উল্লেখ্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়ত করে , রাস্তা খারাপের জন্য স্কুল থেকে শুরু করে হাসাপাতেলে যেতে সমস্যা গ্রামবাসীদের পড়তে হয়। সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় এই রাস্তার উপর প্রায় ১৫ টির বেশি গ্রামের মানুষ এবং দুটি হাইস্কুল ও ৯ প্রাথমিক বিদ্যালয় নির্ভরশীল। এলাকার মানুষের আবেদনে সাড়া দিয়ে শনিবার জীবন্তিতে রাস্তা পরিদর্শনে এলেন সাংসদ অধীর চৌধুরী। জানা গিয়েছে প্রায় ১০ কিমি রাস্তার জন্য প্রধান মন্ত্রী সড়ক যোজনায় মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। সাংসদ অধীর চৌধুরী বলেন আগামী জানুয়ারী কিংবা ফেব্রুয়ারীর মধ্যে কাজ শুরু হবে। খবর পেতেই খুশির হাওয়া এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct