সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: সরকারি গাফিলতিতে আটকে রয়েছে ক্যান্সার রুগীর চিকিৎসা। অভিযোগ, সমস্ত রকম নিয়ম মেনে সাহায্যের আর্জি জানানোর পরও মেলেনি চিকিৎসার টাকা। এখন বারবার সমস্যার কথা জানিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সুরাহা, সমস্যায় হতদরিদ্র পরিবার।জানা যায়, বছর ২৬ এর কৌশিক বর্মন ক্যান্সার আক্রান্ত হয় ২০২২ সালে। ধুপগুড়ির ৯ নম্বর ওয়ার্ডে মাটির বাড়িতে বাবা মা ও ২দাদা নিয়ে সংসার তাদের। দিন এনে দিনে খাওয়া পরিবার হলেও সচ্ছলভাবে চলছিল পরিবারটি। কিন্তু বাড়ির ছোট ছেলে মারণ রোগ ক্যান্সার আক্রান্ত হওয়ার পর পাল্টে যায় পুরো পরিবারের চিত্রটা। জলপাইগুড়ি শিলিগুড়িতে ছেলের চিকিৎসার জন্য দৌড়ে যখন কোন কিছুই হচ্ছিল না, সে সময় এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ায় প্রতিবেশীরাই। সবাই কিছু কিছু টাকা সাহায্য করে সেই ছেলেটির জন্য টাকা জমিয়ে তার চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর পাঠায়। জানা যায়, ব্যাঙ্গালোরে সফলভাবেই অপারেশন হয়। এরপর পশ্চিমবঙ্গে ফিরে বেসরকারি হাসপাতালে শুরু হয় কেমো দেবার পালা। অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ডে ২টা কেমোর সাহায্য পেলেও আরও কেমো দেবার জন্য আবারও প্রতিবেশীদের কাছে হাত পাততে হয়। এভাবেই এখনো পর্যন্ত প্রায় ৫ লক্ষ টাকা খরচ ক্যান্সার আক্রান্ত হবার পর চিকিৎসার জন্য হয়। এরপর হাসপাতাল থেকে জানানো হয় তার আবার অপারেশন করতে হবে। প্রায় ছয় মাস আগে চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের জন্য সমস্ত নিয়ম মেনে তারা আবেদন করে। কিন্তু ভাগ্যের ফের, আবেদন করার ৬ মাস এখনো পর্যন্ত কোন সাহায্য পায়নি পরিবার। যার জন্য এখন এক্কেবারে বন্ধ হয়ে গেছে ক্যান্সার আক্রান্ত ছাব্বিশ বছরের এই তরুণের চিকিৎসা। কবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা তারা পাবে এবং তারপরে তার অপারেশন করবে সেই অপেক্ষার দিন গুনছে পরিবার। তাদের আশা, মুখ্যমন্ত্রী তাদের এই আবেদনে সাড়া দেবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct