এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া-১ ব্লকের অন্তর্গত বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল শারদ মিলন উৎসব। শনিবার বেড়গুম হাই স্কুলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ বিধায়ক বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা, গোবরডাঙ্গার পৌরপ্রধান শংকর দত্ত, হাবরা পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জাতীয় শিক্ষক নীরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নারায়ণ গোস্বামী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে উপস্থিত পঞ্চায়েতবাসীকে অবগত করান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য বাংলা শ্রমিকদের ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে আহ্বান জানান। অন্যদিকে বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপি নেতাদেরকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে, নারায়ণ গোস্বামী। বিগত দিনের বিভিন্ন নির্বাচনে বিজেপির হেভিওয়েট নেতারা যেভাবে বাংলায় এসেছিলেন ঠিক সেভাবেই আগামী লোকসভা ভোটের আগে আবারও তাঁরা বাংলায় আসবেন এবং পরাজিত হয়ে ফিরবেন, এ প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি নেতাদেরকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেন নারায়ণ। অন্যদিকে সভায় বক্তব্য রাখার সময় বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে মানুষকে রাজ্য সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি গোবিন্দ দাস, কল্যাণব্রত দত্ত, কর্মাধ্যক্ষ নিরুপম রায়, সমাজসেবী নরোত্তম বিশ্বাস, পিনাকী বিশ্বাস, তাপস ঘোষ, আব্দুর রউপ মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct