নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: পূর্ব মেদিনীপুর:ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যান এর পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌমেন কুমার মহাপাত্র কে,বিশেষ সূত্রে এই খবর জানা যাই।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতামত ক্রমে সৌমেন কুমার মহাপাত্র কে রাজ্যের ক্ষুদ্র কুটিরশিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছেন।পরিবর্তে সেই পদে আনা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর খুবই আস্থাভাজন আলাপন বন্দ্যোপাধ্যায়কে।সৌমেন কুমার মহাপাত্রের সময়টা মোটেও ভাল যাচ্ছে না বলে মত রাজনৈতিক মহলের,রাজ্যে তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা সৌমেন কুমার মহাপাত্রের কালিপুজোর আবহেই তাঁর দলের পদ গিয়েছে।ছিলেন দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি।সেই পদ থেকে দলই তাঁকে সরিয়ে দিয়েছে।পরিবর্তে দেওয়া হয় দলের রাজ্য কমিটির সম্পাদক পদ।অনেকর মত ওই পদের সেভাবে কোনও গুরুত্ব নেই,ক্ষমতাও তেমন নেই, ঠিক ৩ দিন পরেই ২১ এবং ২২ তারিখ বসতে চলেছে ব্যাঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’র আসর।সেই বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকার জোর দিচ্ছে ক্ষুদ্র শিল্পের ওপর।রাজ্যের ক্ষুদ্র শিল্পে আরও গতি আনতে ভবিষ্যত্ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে এবার ৫০০ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।তাই এই বছর বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র শিল্পকে।সেই লক্ষ্যে প্রায় ২০ হাজার ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাত ধরে ৫০০ কোটি টাকার বিনিয়োগ ঘটতে চলেছে যা খুব কম করেও ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে।
দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন।তাঁদের সামনে রাজ্যের ক্ষুদ্র শিল্পের দক্ষতা ও সম্ভাবনাগুলি তুলে ধরার পাশাপাশি এই খাতে আরও বিনিয়োগ টানার জন্য মুখিয়ে রয়েছে রাজ্য সরকার।ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো আরও উন্নত করতেও উদ্যোগী হয়েছেন রাজ্য। বর্তমানে ক্ষুদ্র শিল্পের সাফল্যে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।এখন লক্ষ্য ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসা। সেই লক্ষ্য পূরণের জন্যই আলাপনকে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে আনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।গত বুধবার রাতে বাড়িতে নিজের ঘরে পাজামা খুলতে গিয়ে পা পিছলে বিছানার ওপর পড়ে যান তিনি। আঘাত পান গলায়। সকালে ঘুম থেকে উঠে আর কথা বলতে পারছিলেন। বর্তমানে তিনি চিকিত্সকের চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct