আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: হাত দিয়ে নয় পা দিয়েও নয় তিনি বেমালুম ছবি আঁকছেন পেট দিয়ে তার কোনও প্রতিবন্ধীতা নেই ঠিকই কিন্তু যার প্রতিবন্ধীতায় নিজের বিশ্বাস হারাচ্ছেন প্রতিনিয়ত তাদের সাহস জোগাচ্ছে নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার বড় আন্দুলিয়া শিবির পাড়া বাসিন্দা তুহিন মন্ডল।পেট দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পেট দিয়ে আঁকালো এক যুবক। তুহিন মন্ডল জানান এই পেশায় যুক্ত প্রায় বছর কুড়ি ধরে বিভিন্ন ছাত্রছাত্রী তার কাছে ছবি আঁকা শিখতে আসে এবং এটাই তার লাস্ট উপার্জনের করে এই ছবি আঁকা শিখেছিলেন তার বাবার কাছ থেকে তারপরে নিজে নিজে ছবি আঁকতে শুরু করে একদিন হঠাৎ রিমোটের কথা মনে পড়ে। যদি এই রিমোটটা কাজ করতে পারে, তাহলে পেটের উপরে যদি তুলি রেখে একটি অন্য কিছু আঁকানো যায়, সেই চেষ্টা করে তিনি গ্রাম বাংলা,রবি ঠাকুর,স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলাম দের মত মহান ব্যক্তির ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে। তার ছবি আঁকায় পেশা ছবি আঁকায় নেশা একজন সুস্থ স্বাভাবিক পেট দিয়ে ছবি আঁকা কেন শুরু করলেন সেই বিষয়ে তিনি জানান পেট দিয়ে ছবি আঁকা যায় কিনা সেটা নিয়ে প্রথমে চেষ্টা করা বেশ কিছুক্ষন চেষ্টা করার পরে দেখা যাচ্ছে স্বাভাবিক একটা ছবি আঁকাতে পারছে। সেই কারণে তিনি পেট দিয়ে ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন। এলাকার মানুষ শোন তাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং ভালো ছবি আঁকে এবং তার ছবি দেখে মুগ্ধ এলাকার মানুষজন এলাকার স্থানীয় এক বাসিন্দা রাজু খলিফা জানান, এ লড়াই হাজারো প্রতিবন্ধকতা শিল্পকে বাঁচিয়ে রাখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct