সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: জ্যোতির্ময়ী প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভাঙড় ক্রিকেট একাডেমিকে পরাজিত করল সোনারপুরের জ্যোতির্ময়ী ক্রিকেট একাডেমি। ভাঙড় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ২ উইকেটের জয় পায় জ্যোতির্ময়ী। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভাঙড় ক্রিকেট একাডেমি ১৬৪ রান তোলে। ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় জ্যোতির্ময়ী ক্রিকেট একাডেমি। ম্যাচ সেরা হন অর্ণব দিন্দা। উদ্যোক্তাদের পক্ষ থেকে আবু বক্কার মোল্লা জানান, ৮ টি দলের অংশগ্রহণে ১ মাস ধরে চলবে এই লিগ। এদিন ছিল লিগের ৩য় ম্যাচ। এখনও পর্যন্ত ২ টি ম্যাচ খেলে ২ টো তেই জয়লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জ্যোতির্ময়ী ক্রিকেট একাডেমি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct