জীবনযুদ্ধে জয়ী শামি
সুরাবুদ্দিন সেখ
উইকেট পতনের ম্যাজিক দেখাও নাম তোমার শামি
অগ্নিসমুদ্র পার হয়ে হয়েছো অনেক দামি,
গন্তব্যপথে চলতে গিয়ে পেয়েছো আঁধার তুমি
আঁধার কাটিয়ে পেলে তুমি সোনার আলোর ভূমি।
চতুর্দিকের কত কাঁটা ফুটতো তোমার বুকে
রক্তক্ষরণ হয়েও সোজা পড়োনি তুমি ঝুঁকে,
বুকে সাহস মুখে হাসি খেলা শুরু হলে
উইকেট পতন ঘটতে থাকে তোমার হাতের বলে।
স্বপ্নের ভবন ভাঙেনি তোমার হৃদয় ভবের ঝড়ে
তোমার লক্ষ্য হয়েছে সফল কষ্ট গেছে ঝরে,
তোমায় নিয়ে ধরেছিল অনেকজনের জ্বালা
তাদের গলায় পড়িয়ে দিলে সুরভি ফুলের মালা।
তোমায় নিয়ে ভাবছে মানুষ তুমি দেশের গৌরব
পাছে যারা লেগেছিল ছড়াক প্রীতির সৌরভ,
আগামী দিনে হয়ে ওঠো দেশের সেরার সেরা
টার্গেট থাকে মনের মাঝে জয় না করে ফেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct