নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ভালো কাজের জন্য হাওড়ার বেলুড় থানাকে এক লক্ষ টাকা বিশেষ পুরস্কারের ঘোষণা হাওড়ার নগরপালের।শনিবার বেলুড় থানায় আয়োজিত এক অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, পুরস্কার দেওয়া হয় নির্দিষ্ট কোনও ভালো কাজের জন্য। সব থানা ভালো কাজ করছে। তবে, তারমধ্যেও কিছু কিছু পার্থক্য থাকে। শেষ এক বছরে আমার মনে হয়েছে বেলুড় থানা ধারাবাহিকভাবে খুব ভালো কাজ করছে। মানুষের সঙ্গে যোগাযোগ খুব ভালো আছে। অনেকগুলো অনুষ্ঠান ওনারা নিয়েছেন। শিশুদের প্রশিক্ষণ, চাকরির ব্যবস্থা করেছেন। এই কাজে এলাকার মানুষ, জনপ্রতিনিধিরা, লায়ন্স ক্লাব সহায়তা করেছেন। বেলুড় মঠ সাহায্য করেছেন। এরমধ্যেও থানার ওসি সহ সেই টিমের উদ্যোগ থাকে। ভালো কাজ হলে অনেকেই সেখানে জুড়ে যায়। সেই কারণেই বেলুড় থানাকে পুরস্কার দেওয়া হচ্ছে। বেলুড় থানা কমিউনিটি পুলিশিংয়ের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এর সঙ্গে দক্ষতার পরিচয় দিয়েছে বেলুড় থানা। এই কাজের স্বীকৃতি স্বরূপ বেলুড় থানাকে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এদিনের অনুষ্ঠান থেকে বেলুড় থানার তরফে এলাকার প্রায় ১৫০ জনের হাতে ছটপুজোর সামগ্রী তুলে দেওয়া হয়। ভূতবাগান এলাকার ১৬০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ১০০ জন কচিকাঁচাকে উপহার প্রদান করা হয়। বেলুড় থানা ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘একলব্য’ প্রকল্পে ট্রেনিং নিয়ে চাকরি পাওয়া ৪ জন ছাত্রছাত্রীকে এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নগরপাল প্রবীণ ত্রিপাঠী ছাড়াও প্রাক্তন কাউন্সিলর ও হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক, রিওয়াজ আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct