সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ পাচারের আগেই অবৈধ কয়লা উদ্ধার করলো।সেই সাথে গাড়ির এক চালককেও গ্রেপ্তার করে। পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাত্রে দুবরাজপুর থানার লক্ষীনারায়নপুর-রামপুর রাস্তায় একটা ছোট হাতি গাড়ি ও তিনটে মোষের গাড়িতে অবৈধ কয়লা পাচারের সময় পুলিশ সেগুলিকে আটক করে। ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ। বাকিরা পুলিশ দেখে পালিয়ে যায়। ছোট হাতি গাড়ি ও তিনটে মোষের গাড়িতে প্রায় ১০ টন অবৈধ কয়লা মজুত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে ধৃত কে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয়েছে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct