দেবাশীষ পাল, মালদা, আপনজন: খাটিয়া উল্টো করে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, এমনি ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের আপনজন পত্রিকা। তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি মালদহের বামনগোলা ব্লকেরগোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামের। এই নির্মম ছবি উঠে এল এ রাজ্যেরই উত্তরবঙ্গের গ্রামে ।সূত্রের খবর,ওই গ্রামেরই গৃহবধূ মামনি রায় (১৯)। বছর কয়েক আগে এলাকার বাসিন্দা কার্তিক রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মামনির। সম্প্রতি তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে খবর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এলাকার বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন।অ্যাম্বুলেন্স ও এলাকার টুটু ফোন করে রাখা হলে তারা রাস্তা খারাপের অজুহাত দেয় আসতে পারবেন না।অবশেষে কোন উপায় না পেয়ে খাটিয়াকে উল্টো করে দড়ি বেঁধে সেই খাটিয়াতে শুইয়ে তাঁকে বাঁশ করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে বাঁচানো যায়নি মামনিকে। বাড়িতে রয়েছে ফুটপুটে ২ বছরের এক সন্তান। রাস্তার খারাপে জন্য প্রাণ হারালো ১৯ বছর বয়সে মামনি রায়।পরিবার তরফ থেকে জানাই রাস্তায় জন্য কোন টোটো অ্যাম্বুলেন্স কিছুই আসতে চায়না,শেষ মুহূর্তে কোন বুদ্ধি না পেয়ে পরিবারের লোকেরা খাটিয়াতে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে গিয়েছেন এমন একটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। জানা গেছে রাস্তার জন্য বিডিও অফিসে বহুবার জানানো হয়।রাস্তা যেন পথ করা হয়েছিল। জনপ্রতিনিধিরা ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তা হয়নি। সেই পরিস্থিতিতে খাটিয়ে করে নিয়ে যেতে হয় রোগীকে। এইবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি জানান এই ঘটনা আমার জানা নেই সঠিক ভাবে। রাজ্য সরকার যেভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন এরকম কোন ঘটনা ঘটার কথা নয় যদি ঘটে থাকে তাহলে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। এবার যত তাড়াতাড়ি সেই রাস্তা তৈরি করা হবে। এই বিষয়েবিরোধী দলের নেতা বিনা কীর্তনীয়া ও অম্লান ভাদুড়ী বলেন, এত এত রাস্তা হচ্ছে পথশ্রী কোথায় এই পথশ্রী রাস্তা হয়েছে কিন্তু কোথায় হয়েছে বামনগোলের রাস্তা হল মধ্যযুগীয় বর্বরতার এমন ছবি দেখতে হতো না ১৯ বছরে এক গৃহবধূ প্রাণ হারাতে হতো না। গৃহবধূর মৃত্যুর পরেই ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী মালদা নালাগোলা রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে থাকে অবশেষে বামনগোলার থানার আইসি বিশাল পুলিশবাহিনী ও বামনগোলার বিডিও ঘটনাস্থলে উপস্থিত হন। অবশেষে তাদেরকে আশ্বাস দেওয়া হয় এ রাস্তার বিষয় নিয়ে জেলাশাসককে জানাবেন ও খুব শীঘ্রই রাস্তা করা যায় কিভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে আশ্বাস পাওয়ার পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct