আপনজন ডেস্ক: এবারের বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ভারতের সমর্থকেরা। বিশ্বকাপ ভারতে হচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানে তাদের সমর্থকদের উপস্থিতি বেশি থাকার কথা। ভারতের প্রতিটি ম্যাচের ভেন্যুতেই গ্যালারিতে একচেটিয়া দখল ছিল তাদের সমর্থকদের।বিশেষ করে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে। এর আগে এই স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থক গলা ফাটিয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সমর্থনে।আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে এখানেই ফাইনালে মুখোমুখি হবে ভারত। আগামীকালও সেখানে ভারতকে সমর্থন দিতে গ্যালারিতে থাকবে প্রায় ১ লাখ ৩০ হাজার সমর্থক। অস্ট্রেলিয়ার সমর্থক হয়তো থাকবে হাতে গোনা কয়েকজন!সব মিলিয়ে বলাই যায় অস্ট্রেলিয়াকে লড়াই করতে হবে ভারতের বিপুলসংখ্যক সমর্থকদের গগনবিদারী চিৎকারের বিপক্ষেও। এটা কীভাবে সামলাবেন প্যাট কামিন্স-মিচেল স্টার্করা? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ এমন এক প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স যা বললেন, সেটার মানে দাঁড়ায় ভারতের এই বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়াই লক্ষ্য তাঁর দলের!সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, আপনাকে এটা সামলাতে হবে। নিশ্চিত করেই দর্শক থাকবে একপেশে। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।’কামিন্স এরপর ভারতের সমর্থকদের সামলানোর বিষয়ে বলেছেন দেশটিতে খেলার পূর্ব অভিজ্ঞতার কথা, ‘ভারতে আমরা অনেক খেলি। তাই দর্শকদের চিৎকার আমাদের কাছে নতুন কিছু নয়। আমি মনে করি, এবার হয়তো আগের চেয়ে একটু বেশিই হবে। তবে এটা এমন কিছু নয় যে যেটার মুখোমুখি আমরা আগে হইনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct